Class Rules For Teachers

Class Rules for Teachers

  1. ব্যক্তিগত কোনো প্রশ্ন বিদেশি ক্লাইন্টদের করা যাবে না।
  2. বিদেশি ক্লাইন্টদের মোবাইল নাম্বার, ই-মেইল বা কোনো সোশিয়াল মিডিয়ার কথা জিজ্ঞাসা করা যাবে না।
  3. ক্লাসে ধর্মের বিষয়ে কোনো কথা বলা যাবে না।
  4. সকল বিদেশি ক্লাইন্টদের সমানভাবে ভদ্রতার সাথে ট্রিট করতে হবে।
  5. অন্য কোনো ভাষা শিক্ষার প্রতিষ্ঠানের কথা উল্লেখ্য করা যাবে না।
  6. বিদেশি ক্লাইন্টদের কখনও বিদেশে নিয়ে যাওয়া বা টাকা পয়সার বেপারে কোনো সহানুভুতিজনক কথা বলা যাবে না।
  7. অনলাইনে ক্লাস নির্দিষ্ট সময়ে শুরু ও শেষ করতে হবে।
  8. বিরতি ১০ মিনিট এর অধিক নেওয়া যাবে না।
  9. ছুটির প্রয়োজন হলে ৪৮ ঘন্টা আগে জানাতে হবে।
  10. যে কোন সমস্যার সম্মুখীন হলে সুপারভাইজারের সাথে যোগাযোগ করুন।
  11. প্রতি ক্লাসে Word গুলো তারিখ সহ লিখে রাখা।
  12. রেকর্ডিং জনিত সমস্যা হলে - ২৪ ঘন্টার ভিতরে সময় করে আবার রেকর্ডিং করতে হবে।
  13. অফিসের সব জিনিস এবং ক্লাস মেটারিয়ালস্ যত্নের সহিত রাখতে হবে। কোনো কিছু হারিয়ে গেলে বা নষ্ট হলে নিজ দায়িত্বে ক্ষতিপূরন বহন করতে হবে।
  14. টিচিং শেষ হলে নিজ দায়িত্বে সব জিনিসপত্র অফিসে ফিরত দিতে হবে।
  15. প্রত্যেক মাসের শেষে ঘন্টা অনুযায়ী বেতন প্রদান করা হবে। এবং নিজ বাসস্থান হতে ক্লাস নিলে ইন্টারনেট বিল দেওয়া হবে।
  16. বেতন ভাতা নিয়ে অন্য কোন অফিসের সহকর্মিদের সাথে কিম্বা ক্লাইন্টদের সাথে আলোচনা করা যাবে না।
  17. বাসায় ক্লাস ৮০ ঘন্টা হলে ইন্টারনেট খরচ ১০০০ টাকা দেওয়া হবে এবং ৮০ ঘন্টার কম হলে ৫০০ টাকা ইন্টারনেট খরচ দেওয়া হবে।
  18. ক্লাসে ৫/৭ মিনিটের বেশি গল্প করা যাবে না।
  19. বেশি ইংরেজীতে কথা বলা যাবে না। সর্বদা বাংলা বা সিলেটি ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে।
  20. ক্লাসের মাঝখানে মোবাইল ফোন চালানো যাবে না এবং ক্লাস চলাকালীন সময় মোবাইল ফোন ছাইলেন্ট রাখতে হবে।
  21. কোন ধরনের শব্দ যা ক্লাসে ব্যাঘাত ঘটায় এ ধরনের শব্দ করা যাবে না।
  22. ক্লাসে বিরক্ত হওয়া বা বিরক্ত ভাব ক্লাইন্টদের বোঝানো যাবে না।
  23. স্টুডেন্ট যেন বিরক্ত না হয় সেভাবে ক্লাস করাতে হবে। সর্বদা প্রফুল্ল থাকতে হবে।
  24. ক্লাস চলাকালীন অবস্থায় বিরতির সময় ছাড়া উঠে যাওয়া যাবে না।
  25. ক্লাস চলাকালীন সময়ে তরল খাবার ছাড়া অন্য কিছু খাওয়া যাবেনা। (চা, কফি, পানি)
  26. ক্লাস শুরুর হওয়ার আগে ক্লাস প্লান সম্পর্কে এবং ক্লাস এর বিষয়ে প্রথমে সুপারভাইজার এর কাছ থেকে প্রশিক্ষন ও কোন কিছু জানার থাকলে জানে নিতে হবে। কোন অবস্থাতেই ক্লাস প্লান না বুঝে এবং পূর্ব প্রস্তুতি না নিয়ে ক্লাস শুরু করা যাবে না।
  27. ক্লাইন্ট এর সামনে অনলাইন ক্লাস এর সময় প্রফেশনাল ভাবে পরিপাটি হয়ে বসতে এবং অঙ্গভঙ্গি করতে হবে।
  28. স্টুডেন্ট এর সাথে ক্লাস বাতিল বা ছুটির বিষয়ে কথা বলা যাবে না।
  29. ক্লাস মেটেরিয়ালস এবং ক্লাস এর ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে হবে। বহিরাগতদের সাথে কোন অবস্থায় শেয়ার করা যাবে না।

মনে রাখবেন প্রতিটি ক্লাস ১০০ ভাগ সরাসরি পর্যবেক্ষন করা হবে।